০৯০. সূরা আল বালাদ
আয়াতঃ ২০; রুকুঃ ০১; মাক্কী
পরম করুণাময় মেহেরবানী আল্লাহর নামে
﴿لَآ أُقْسِمُ بِهَـٰذَا ٱلْبَلَدِ﴾
১। না, আমি কসম খাচ্ছি এই নগরের।
﴿وَأَنتَ حِلٌّۢ بِهَـٰذَا ٱلْبَلَدِ﴾
২। আর অবস্থা হচ্ছে এই যে (হে নবী!) তোমাকে এই নগরে হালাল করে নেয়া হয়েছে।
﴿وَوَالِدٍۢ وَمَا وَلَدَ﴾
৩। কসম খাচ্ছি বাপের এবং তার ঔরসে যে সন্তান জন্ম নিয়েছে তার।
﴿لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَـٰنَ فِى كَبَدٍ﴾
৪। আসলে আমি মানুষকে কষ্ট ও পরিশ্রমের মধ্যে সৃষ্টি করেছি।
﴿أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌۭ﴾
৫। সে কি মনে করে রেখেছে, তার ওপর কেউ জোর খাটাতে পারবে না?
﴿يَقُولُ أَهْلَكْتُ مَالًۭا لُّبَدًا﴾
৬। সে বলে, আমি প্রচুর ধন সম্পদ উড়িয়ে দিয়েছি।
﴿أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُۥٓ أَحَدٌ﴾
৭। সে কি মনে করে কেউ তাকে দেখেনি?
﴿أَلَمْ نَجْعَل لَّهُۥ عَيْنَيْنِ﴾
৮। আমি কি তাকে দু’টি চোখ,
﴿وَلِسَانًۭا وَشَفَتَيْنِ﴾
৯। একটি জিহ্বা ও দু’টি ঠোঁট দেইনি?
﴿وَهَدَيْنَـٰهُ ٱلنَّجْدَيْنِ﴾
১০। আমি কি তাকে দু’টি সুস্পষ্ট পথ দেখাইনি?
﴿فَلَا ٱقْتَحَمَ ٱلْعَقَبَةَ﴾
১১। কিন্তু সে দুর্গম গিরিপথ অতিক্রম করার সহস করেনি।
﴿وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْعَقَبَةُ﴾
১২। তুমি কি জানো সেই দুর্গম গিরিপথটি কি?
﴿فَكُّ رَقَبَةٍ﴾
১৩। কোন গলাকে দাসত্বমুক্ত করা
﴿أَوْ إِطْعَـٰمٌۭ فِى يَوْمٍۢ ذِى مَسْغَبَةٍۢ﴾
১৪। অথবা অনাহারের দিন
﴿يَتِيمًۭا ذَا مَقْرَبَةٍ﴾
১৫। কোন নিকটবর্তী এতিম
﴿أَوْ مِسْكِينًۭا ذَا مَتْرَبَةٍۢ﴾
১৬। বা ধূলি মলিন মিসকিনকে খাবার খাওয়ানো।
﴿ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ وَتَوَاصَوْا۟ بِٱلْمَرْحَمَةِ﴾
১৭। তারপর (এই সঙ্গে) তাদের মধ্যে শামিল হওয়া যারা ঈমান এনেছে এবং যারা পরস্পরকে সবর ও (আল্লাহর সৃষ্টির প্রতি) রহম করার উপদেশ দেয়।
﴿أُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلْمَيْمَنَةِ﴾
১৮। এরাই ডানপন্থী।
﴿وَٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَـٰتِنَا هُمْ أَصْحَـٰبُ ٱلْمَشْـَٔمَةِ﴾
১৯। আর যারা আমার আয়াত মানতে অস্বীকার করেছে তারা বামপন্থী।
﴿عَلَيْهِمْ نَارٌۭ مُّؤْصَدَةٌۢ﴾
২০। এদের ওপর আগুন ছেয়ে থাকবে।
— সমাপ্ত —