০৮৮. সূরা আল গাশিয়াহ
আয়াতঃ ২৬; রুকুঃ ০১; মাক্কী
পরম করুণাময় মেহেরবানী আল্লাহর নামে
﴿هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْغَـٰشِيَةِ﴾
১। তোমার কাছে আচ্ছন্নকারী বিপদের খবর এসে পৌঁছেছে কি?
﴿وُجُوهٌۭ يَوْمَئِذٍ خَـٰشِعَةٌ﴾
২। কিছু চেহারা সেদিন হবে ভীত কাতর,
﴿عَامِلَةٌۭ نَّاصِبَةٌۭ﴾
৩। কঠোর পরিশ্রমরত, ক্লান্ত- পরিশ্রান্ত।
﴿تَصْلَىٰ نَارًا حَامِيَةًۭ﴾
৪। জ্বলন্ত আগুনে ঝলসে যেতে থাকবে।
﴿تُسْقَىٰ مِنْ عَيْنٍ ءَانِيَةٍۢ﴾
৫। ফুটন্ত ঝরণার পানি তাদেরকে দেয়া হবে পান করার জন্য।
﴿لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍۢ﴾
৬। তাদের জন্য কাঁটাওয়ালা শুকনো ঘাস ছাড়া আর কোন খাদ্য থাকবে না।
﴿لَّا يُسْمِنُ وَلَا يُغْنِى مِن جُوعٍۢ﴾
৭। তা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধাও মেটাবে না।
﴿وُجُوهٌۭ يَوْمَئِذٍۢ نَّاعِمَةٌۭ﴾
৮। কিছু চেহারা সেদিন আলোকোজ্জ্বল হবে।
﴿لِّسَعْيِهَا رَاضِيَةٌۭ﴾
৯। নিজেদের কর্ম সাফল্যে আনন্দিত হবে।
﴿فِى جَنَّةٍ عَالِيَةٍۢ﴾
১০। উচ্চ মর্যাদার জান্নাতে অবস্থান করবে।
﴿لَّا تَسْمَعُ فِيهَا لَـٰغِيَةًۭ﴾
১১। সেখানে কোন বাজে কথা শুনবে না।
﴿فِيهَا عَيْنٌۭ جَارِيَةٌۭ﴾
১২। সেখানে থাকবে বহমান ঝরণাধারা।
﴿فِيهَا سُرُرٌۭ مَّرْفُوعَةٌۭ﴾
১৩। সেখানে উঁচু আসন থাকবে,
﴿وَأَكْوَابٌۭ مَّوْضُوعَةٌۭ﴾
১৪। পানপাত্রসমূহ থাকবে।
﴿وَنَمَارِقُ مَصْفُوفَةٌۭ﴾
১৫। সারি সারি বালিশ সাজানো থাকবে
﴿وَزَرَابِىُّ مَبْثُوثَةٌ﴾
১৬। এবং উৎকৃষ্ট বিছানা পাতা থাকবে।
﴿أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلْإِبِلِ كَيْفَ خُلِقَتْ﴾
১৭। (এরা মানছে না) তাহলে কি এরা উটগুলো দেখছে না, কিভাবে তাদেরকে সৃষ্টি করা হয়েছে?
﴿وَإِلَى ٱلسَّمَآءِ كَيْفَ رُفِعَتْ﴾
১৮। আকাশ দেখছে না, কিভাবে তাকে উঠানো হয়েছে?
﴿وَإِلَى ٱلْجِبَالِ كَيْفَ نُصِبَتْ﴾
১৯। পাহাড়গুলো দেখছে না, কিভাবে তাদেরকে শক্তভাবে বসানো হয়েছে?
﴿وَإِلَى ٱلْأَرْضِ كَيْفَ سُطِحَتْ﴾
২০। আর যমীনকে দেখছে না, কিভাবে তাকে বিছানো হয়েছে?
﴿فَذَكِّرْ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٌۭ﴾
২১। বেশ (হে নবী!) তাহলে তুমি উপদেশ দিয়ে যেতে থাকো। তুমি তো শুধু মাত্র একজন উপদেশক,
﴿لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ﴾
২২। এদের উপর বল প্রয়োগকারী নও।
﴿إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ﴾
২৩। তবে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে এবং অস্বীকার করবে,
﴿فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلْعَذَابَ ٱلْأَكْبَرَ﴾
২৪। আল্লাহ তাকে মহাশাস্তি দান করবেন।
﴿إِنَّ إِلَيْنَآ إِيَابَهُمْ﴾
২৫। অবশ্যি এদের আমার কাছেই ফিরে আসতে হবে।
﴿ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم﴾
২৬। তারপর এদের হিসেব নেয়া হবে আমারই দায়িত্ব।
— সমাপ্ত —