০৮২. সূরা আল ইনফিতার
আয়াতঃ ১৯; রুকুঃ ০১; মাক্কী
পরম করুণাময় মেহেরবানী আল্লাহর নামে
﴿إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتْ﴾
১। যখন আকাশ ফেটে যাবে,
﴿وَإِذَا ٱلْكَوَاكِبُ ٱنتَثَرَتْ﴾
২। যখন তারকারা চারদিকে বিক্ষিপ্ত হয়ে যাবে,
﴿وَإِذَا ٱلْبِحَارُ فُجِّرَتْ﴾
৩। যখন সমুদ্র ফাটিয়ে ফেলা হবে
﴿وَإِذَا ٱلْقُبُورُ بُعْثِرَتْ﴾
৪। এবং যখন কবরগুলো খুলে ফেলা হবে,
﴿عَلِمَتْ نَفْسٌۭ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ﴾
৫। তখন প্রত্যেক ব্যক্তি তার সামনের ও পেছনের সবকিছু জেনে যাবে।
﴿يَـٰٓأَيُّهَا ٱلْإِنسَـٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلْكَرِيمِ﴾
৬। হে মানুষ! কোন জিনিষ তোমাকে তোমার মহান রবের ব্যাপারে ধোঁকায় ফেলে রেখেছে,
﴿ٱلَّذِى خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ﴾
৭। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সুঠাম ও সুসামঞ্জস্য করে গড়েছেন
﴿فِىٓ أَىِّ صُورَةٍۢ مَّا شَآءَ رَكَّبَكَ﴾
৮। এবং যে আকৃতিতে চেয়েছেন তোমাকে গঠন করেছেন।
﴿كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِٱلدِّينِ﴾
৯। কখ্খনো না, বরং (আসল কথা হচ্ছে এই যে), তোমরা শাস্তি ও পুরস্কারকে মিথ্যা মনে করছো।
﴿وَإِنَّ عَلَيْكُمْ لَحَـٰفِظِينَ﴾
১০। অথচ তোমাদের ওপর পরিদর্শক নিযুক্ত রয়েছে,
﴿كِرَامًۭا كَـٰتِبِينَ﴾
১১। এমন সম্মানিত লেখকবৃন্দ,
﴿يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ﴾
১২। যারা তোমাদের প্রত্যেকটি কাজ জানে।
﴿إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍۢ﴾
১৩। নিঃসন্দেহে নেক লোকেরা পরমানন্দে থাকবে
﴿وَإِنَّ ٱلْفُجَّارَ لَفِى جَحِيمٍۢ﴾
১৪। আর পাপীরা অবশ্যি যাবে জাহান্নামে।
﴿يَصْلَوْنَهَا يَوْمَ ٱلدِّينِ﴾
১৫। কর্মফলের দিন তারা তার মধ্যে প্রবেশ করবে।
— সমাপ্ত —