১০০. সূরা আল আ’দিয়াত
আয়াতঃ ১১; রুকুঃ ০১; মাক্কী
পরম করুণাময় মেহেরবানী আল্লাহর নামে
﴿وَٱلْعَـٰدِيَـٰتِ ضَبْحًۭا﴾
১। কসম সেই (ঘোড়া) গুলোর যারা হ্রেষারব সহকারে দৌড়ায়।
﴿فَٱلْمُورِيَـٰتِ قَدْحًۭا﴾
২। তারপর (খুরের আঘাতে) আগুনের ফুলকি ঝরায়।
﴿فَٱلْمُغِيرَٰتِ صُبْحًۭا﴾
৩। তারপর অতর্কিত আক্রমণ চালায় প্রভাতকালে।
﴿فَأَثَرْنَ بِهِۦ نَقْعًۭا﴾
৪। তারপর এ সময় ধূলা উড়ায়
﴿فَوَسَطْنَ بِهِۦ جَمْعًا﴾
৫। এবং এ অবস্থায় কোন জনপদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে।
﴿إِنَّ ٱلْإِنسَـٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٌۭ﴾
৬। আসলে মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ।
﴿وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌۭ﴾
৭। আর সে নিজেরই এর সাক্ষী।
﴿وَإِنَّهُۥ لِحُبِّ ٱلْخَيْرِ لَشَدِيدٌ﴾
৮। অবশ্য সে ধন দৌলতের মোহে খুব বেশী মত্ত।
﴿أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِى ٱلْقُبُورِ﴾
৯। তবে কি সে সেই সময়ের কথা জানে না
﴿وَحُصِّلَ مَا فِى ٱلصُّدُورِ﴾
১০। যখন কবরের মধ্যে যা কিছু (দাফন করা) আছে সেসব বের করে আনা হবে এবং বুকের মধ্যে যা কিছু (লুকানো) আছে সব বের করে এনে যাচাই করা হবে?
﴿إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍۢ لَّخَبِيرٌۢ﴾
১১। অবশ্য সেদিন তাদের রব তাদের সম্পর্কে ভালোভাবেই অবগত থাকবেন।
— সমাপ্ত —