০৮৬. সূরা আত তারিক
আয়াতঃ ১৭; রুকুঃ ০১; মাক্কী
পরম করুণাময় মেহেরবানী আল্লাহর নামে
﴿وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ﴾
১। কসম আকাশের এবং রাতে আত্মপ্রকাশকারীর।
﴿وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلطَّارِقُ﴾
২। তুমি কি জানো ঐ রাতে আত্মপ্রকাশকারী কি?
﴿ٱلنَّجْمُ ٱلثَّاقِبُ﴾
৩। উজ্জ্বল তারকা।
﴿إِن كُلُّ نَفْسٍۢ لَّمَّا عَلَيْهَا حَافِظٌۭ﴾
৪। এমন কোন প্রাণ নেই যার ওপর কোন হেফাজতকারী নেই।
﴿فَلْيَنظُرِ ٱلْإِنسَـٰنُ مِمَّ خُلِقَ﴾
৫। কাজেই মানুষ একবার এটাই দেখে নিক কী জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে!
﴿خُلِقَ مِن مَّآءٍۢ دَافِقٍۢ﴾
৬। তাকে সৃষ্টি করা হয়েছে প্রবলবেগে নিঃসৃত পানি থেকে,
﴿يَخْرُجُ مِنۢ بَيْنِ ٱلصُّلْبِ وَٱلتَّرَآئِبِ﴾
৭। যা পিঠ ও বুকের হাড়ের মাঝখান দিয়ে বের হয়।
﴿إِنَّهُۥ عَلَىٰ رَجْعِهِۦ لَقَادِرٌۭ﴾
৮। নিশ্চিতভাবেই তিনি (স্রষ্টা) তাকে দ্বিতীয় বার সৃষ্টি করার ক্ষমতা রাখেন।
﴿يَوْمَ تُبْلَى ٱلسَّرَآئِرُ﴾
৯। যেদিন গোপন রহস্যের যাচাই বাছাই হবে,
﴿فَمَا لَهُۥ مِن قُوَّةٍۢ وَلَا نَاصِرٍۢ﴾
১০। সেদিন মানুষের নিজের কোন শক্তি থাকবে না এবং কেউ তার সাহায্যকারীও হবে না।
﴿وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجْعِ﴾
১১। কসম বৃষ্টি বর্ষণকারী আকাশের
﴿وَٱلْأَرْضِ ذَاتِ ٱلصَّدْعِ﴾
১২। এবং (উদ্ভিদ জন্মাবার সময়) ফেটে যাওয়া যমীনের,
﴿إِنَّهُۥ لَقَوْلٌۭ فَصْلٌۭ﴾
১৩। এটি মাপাজোকা মীমাংসাকারী কথা,
﴿وَمَا هُوَ بِٱلْهَزْلِ﴾
১৪। হাসি-ঠাট্টা নয়।
﴿إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًۭا﴾
১৫। এরা কিছু চক্রান্ত করছে
— সমাপ্ত —