১০৪. সূরা আল হুমাযাহ
আয়াতঃ ০৯; রুকুঃ ০১; মাক্কী
পরম করুণাময় মেহেরবানী আল্লাহর নামে
﴿وَيْلٌۭ لِّكُلِّ هُمَزَةٍۢ لُّمَزَةٍ﴾
১। ধবংশ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে (সামনা সামনি) লোকদের ধিক্কার দেয় এবং (পেছনে) নিন্দা করতে অভ্যস্ত।
﴿ٱلَّذِى جَمَعَ مَالًۭا وَعَدَّدَهُۥ﴾
২। যে অর্থ জমায় এবং তা গুণে গুণে রাখে।
﴿يَحْسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخْلَدَهُۥ﴾
৩। সে মনে করে তার অর্থ-সম্পদ চিরকাল থাকবে।
﴿كَلَّا ۖ لَيُنۢبَذَنَّ فِى ٱلْحُطَمَةِ﴾
৪। কখনো নয়, তাকে তো চূর্ণ-বিচূর্ণকারী জায়গায় ফেলে দেয়া হবে।
﴿وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحُطَمَةُ﴾
৫। আর তুমি কি জানো সেই চূর্ণ-বিচূর্ণকারী জায়গাটি কি?
﴿نَارُ ٱللَّهِ ٱلْمُوقَدَةُ﴾
৬। আল্লাহর আগুন, প্রচণ্ডভাবে উৎক্ষিপ্ত,
﴿ٱلَّتِى تَطَّلِعُ عَلَى ٱلْأَفْـِٔدَةِ﴾
৭। যা হৃদয় অভ্যন্তরে পৌঁছে যাবে।
﴿إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌۭ﴾
৮। তা তাদের ওপর ঢেকে দিয়ে বন্ধ করা হবে
﴿فِى عَمَدٍۢ مُّمَدَّدَةٍۭ﴾
৯। (এমন অবস্থায় যে তা) উঁচু উঁচু থামে (ঘেরাও হয়ে থাকবো)।
— সমাপ্ত —