এই লেখার পাঠক সংখ্যাঃ 4
১১১. সূরা আল লাহাব
আয়াতঃ ০৫; রুকুঃ ০১; মাক্কী
﴿بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ﴾
পরম
করুণাময়
মেহেরবানী আল্লাহর নামে
﴿تَبَّتْ يَدَآ أَبِى لَهَبٍۢ
وَتَبَّ﴾
১। ভেঙে গেছে আবু লাহাবের হাত এবং ব্যর্থ হয়েছে সে।
﴿مَآ أَغْنَىٰ عَنْهُ مَالُهُۥ
وَمَا كَسَبَ﴾
২। তার ধন-সম্পদ এবং যা কিছু সে উপার্জন করেছে তা তার কোন কাজে
লাগেনি।
﴿سَيَصْلَىٰ نَارًۭا ذَاتَ
لَهَبٍۢ﴾
৩। অবশ্যই সেই লেলিহান আগুনে নিক্ষিপ্ত হবে।
﴿وَٱمْرَأَتُهُۥ حَمَّالَةَ
ٱلْحَطَبِ﴾
৪। এবং (তার সাথে) তার স্ত্রীও, লাগানো ভাঙানো চোগলখুরী করে বেড়ানো যার
কাজ,
﴿فِى جِيدِهَا حَبْلٌۭ مِّن
مَّسَدٍۭ﴾
৫। তার গলায় থাকবে খেজুর ডালের আঁশের পাকানো শক্ত রশি।
— সমাপ্ত —