০৯৯. সূরা আল যিলযাল
আয়াতঃ ০৮; রুকুঃ ০১; মাদানী
পরম করুণাময় মেহেরবানী আল্লাহর নামে
﴿إِذَا زُلْزِلَتِ ٱلْأَرْضُ زِلْزَالَهَا﴾
১। যখন পৃথিবীকে প্রবলবেগে ঝাঁকুনি দেয়া হবে।
﴿وَأَخْرَجَتِ ٱلْأَرْضُ أَثْقَالَهَا﴾
২। পৃথিবী তার ভেতরের সমস্ত ভার বাইরে বের করে দেবে।
﴿وَقَالَ ٱلْإِنسَـٰنُ مَا لَهَا﴾
৩। আর মানুষ বলবে, এর কি হয়েছে?
﴿يَوْمَئِذٍۢ تُحَدِّثُ أَخْبَارَهَا﴾
৪। সেদিন সে তার নিজের (ওপর যা কিছু ঘটেছে সেই) সব অবস্থা বর্ণনা করবে।
﴿بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا﴾
৫। কারণ তোমার রব তাকে (এমনটি করার) হুকুম দিয়ে থাকবেন।
﴿يَوْمَئِذٍۢ يَصْدُرُ ٱلنَّاسُ أَشْتَاتًۭا لِّيُرَوْا۟ أَعْمَـٰلَهُمْ﴾
৬। সেদিন লোকেরা ভিন্ন ভিন্ন অবস্থায় ফিরে আসবে, যাতে তাদের কৃতকর্ম তাদেরকে দেখানো যায়।
﴿فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًۭا يَرَهُۥ﴾
৭। তারপর যে অতি অল্প পরিমাণ ভালো কাজ করবে সে তা দেখে নেবে
﴿وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍۢ شَرًّۭا يَرَهُۥ﴾
৮। এবং যে অতি অল্প পরিমাণ খারাপ কাজ করবে সে তা দেখে নেবে।
— সমাপ্ত —