এই লেখার পাঠক সংখ্যাঃ 5
১০৫. সূরা আল ফীল
আয়াতঃ ০৫; রুকুঃ ০১; মাক্কী
পরম করুণাময় মেহেরবানী আল্লাহর নামে
﴿أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَـٰبِ ٱلْفِيلِ﴾
১। তুমি কি দেখনি তোমার রব হাতিওয়ালাদের সাথে কি করেছেন?
﴿أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِى تَضْلِيلٍۢ﴾
২। তিনি কি তাদের কৌশল ব্যর্থ করে দেননি?
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ﴾
৩। আর তাদের ওপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠান,
﴿تَرْمِيهِم بِحِجَارَةٍۢ مِّن سِجِّيلٍۢ﴾
৪। যারা তাদের ওপর নিক্ষেপ করছিল পোড়া মাটির পাথর।
﴿فَجَعَلَهُمْ كَعَصْفٍۢ مَّأْكُولٍۭ﴾
৫। তারপর তাদের অবস্থা করে দেন পশুর খাওয়া ভূষির মতো।
— সমাপ্ত —