এই লেখার পাঠক সংখ্যাঃ 5
১১৩. সূরা আল ফালাক
আয়াতঃ ০৫; রুকুঃ ০১; মাক্কী
﴿بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ﴾
পরম
করুণাময়
মেহেরবানী আল্লাহর নামে
﴿قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ﴾
১। বলো, আশ্রয় চাচ্ছি আমি প্রভাতের রবের,
﴿مِن شَرِّ مَا خَلَقَ﴾
২। এমন প্রত্যেকটি জিনিসের অনিষ্টকারিতা থেকে যা তিনি সৃষ্টি
করেছেন।
﴿وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا
وَقَبَ﴾
৩। এবং রাতের অন্ধকারের অনিষ্টকারিতা থেকে, যখন তা ছেয়ে যায়।
﴿وَمِن شَرِّ ٱلنَّفَّـٰثَـٰتِ
فِى ٱلْعُقَدِ﴾
৪। আর গিরায় ফুঁৎকারদানকারীদের (বা কারিনীদের) অনিষ্টকারিতা
থেকে।
﴿وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا
حَسَدَ﴾
৫। এবং হিংসুকের অনিষ্টকারিতা থেকে, যখন সে হিংসা করে।
— সমাপ্ত —