এই লেখার পাঠক সংখ্যাঃ 5
১০৯. সূরা আল কাফিরূন
আয়াতঃ ০৬; রুকুঃ ০১; মাক্কী
পরম করুণাময় মেহেরবানী আল্লাহর নামে
﴿قُلْ يَـٰٓأَيُّهَا ٱلْكَـٰفِرُونَ﴾
১। বলে দাও, হে কাফেররা!
﴿لَآ أَعْبُدُ مَا تَعْبُدُونَ﴾
২। আমি তাদের ইবাদাত করি না যাদের ইবাদাত তোমরা করো।
﴿وَلَآ أَنتُمْ عَـٰبِدُونَ مَآ أَعْبُدُ﴾
৩। আর না তোমরা তাঁর ইবাদাত করো যাঁর ইবাদাত আমি করি।
﴿وَلَآ أَنَا۠ عَابِدٌۭ مَّا عَبَدتُّمْ﴾
৪। আর না আমি তাদের ইবাদাত করবো যাদের ইবাদাত তোমরা করে আসছো।
﴿وَلَآ أَنتُمْ عَـٰبِدُونَ مَآ أَعْبُدُ﴾
৫। আর না তোমরা তাঁর ইবাদাত করবে যাঁর ইবাদাত আমি করি।
﴿لَكُمْ دِينُكُمْ وَلِىَ دِينِ﴾
৬। তোমাদের দ্বীন তোমাদের জন্য এবং আমার দ্বীন আমার জন্য।
— সমাপ্ত —