এই লেখার পাঠক সংখ্যাঃ 6
০৯৭. সূরা আল কাদর
আয়াতঃ ০৫; রুকুঃ ০১; মাক্কী
পরম করুণাময় মেহেরবানী আল্লাহর নামে
﴿إِنَّآ أَنزَلْنَـٰهُ فِى لَيْلَةِ ٱلْقَدْرِ﴾
১। আমি এ (কুরআন) নাযিল করেছি কদরের রাতে।
﴿وَمَآ أَدْرَىٰكَ مَا لَيْلَةُ ٱلْقَدْرِ﴾
২। তুমি কি জানো, কদরের রাত কি?
﴿لَيْلَةُ ٱلْقَدْرِ خَيْرٌۭ مِّنْ أَلْفِ شَهْرٍۢ﴾
৩। কদরের রাত হাজার মাসের চাইতেও বেশী ভালো।
﴿تَنَزَّلُ ٱلْمَلَـٰٓئِكَةُ وَٱلرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍۢ﴾
৪। ফেরেশতারা ও রূহ এই রাতে তাদের রবের অনুমতিক্রমে প্রত্যেকটি হুকুম নিয়ে নাযিল হয়।
﴿سَلَـٰمٌ هِىَ حَتَّىٰ مَطْلَعِ ٱلْفَجْرِ﴾
৫। এ রাতটি পুরোপুরি শান্তিময় ফজরের উদয় পর্যন্ত।
— সমাপ্ত —