০৯৬. সূরা আল আলাক
আয়াতঃ ১৯; রুকুঃ ০১; মাক্কী
পরম করুণাময় মেহেরবানী আল্লাহর নামে
﴿ٱقْرَأْ بِٱسْمِ رَبِّكَ ٱلَّذِى خَلَقَ﴾
১। পড়ো (হে নবী) , তোমার রবের নামে। যিনি সৃষ্টি করেছেন।
﴿خَلَقَ ٱلْإِنسَـٰنَ مِنْ عَلَقٍ﴾
২। জমাট বাঁধা রক্তের দলা থেকে মানুষকে সৃষ্টি করেছেন।
﴿ٱقْرَأْ وَرَبُّكَ ٱلْأَكْرَمُ﴾
৩। পড়ো এবং তোমার রব বড় মেহেরবান,
﴿ٱلَّذِى عَلَّمَ بِٱلْقَلَمِ﴾
৪। যিনি কলমের সাহায্যে জ্ঞান শিখিয়েছেন।
﴿عَلَّمَ ٱلْإِنسَـٰنَ مَا لَمْ يَعْلَمْ﴾
৫। মানুষকে এমন জ্ঞান দিয়েছেন, যা সে জানতো না।
﴿كَلَّآ إِنَّ ٱلْإِنسَـٰنَ لَيَطْغَىٰٓ﴾
৬। কখনই নয়, মানুষ সীমালংঘন করে।
﴿أَن رَّءَاهُ ٱسْتَغْنَىٰٓ﴾
৭। কারণ সে নিজেকে দেখে অভাবমুক্ত।
﴿إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجْعَىٰٓ﴾
৮। (অথচ) নিশ্চিতভাবেই তোমার রবের দিকেই ফিরে আসতে হবে।
﴿أَرَءَيْتَ ٱلَّذِى يَنْهَىٰ﴾
৯। তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে
﴿عَبْدًا إِذَا صَلَّىٰٓ﴾
১০। যে এক বান্দাকে নিষেধ করে যখন সে নামায পড়ে।
﴿أَرَءَيْتَ إِن كَانَ عَلَى ٱلْهُدَىٰٓ﴾
১১। তুমি কি মনে করো, যদি (সেই বান্দা) সঠিক পথে থাকে
﴿أَوْ أَمَرَ بِٱلتَّقْوَىٰٓ﴾
১২। অথবা তাকওয়ার নির্দেশ দেয়?
﴿أَرَءَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ﴾
১৩। তুমি কি মনে করো, যদি (এই নিষেধকারী সত্যের প্রতি) মিথ্যা আরোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়?
﴿أَلَمْ يَعْلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ﴾
১৪। সে কি জানে না, আল্লাহ দেখছেন?
﴿كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًۢا بِٱلنَّاصِيَةِ﴾
১৫। কখনই নয়, যদি সে বিরত না হয় তাহলে আমি তার কপালের দিকে চুল ধরে তাকে টানবো,
﴿نَاصِيَةٍۢ كَـٰذِبَةٍ خَاطِئَةٍۢ﴾
১৬। সেই কপালের চুল (ওয়ালা) যে মিথ্যুক ও কঠিন অপরাধকারী।
﴿فَلْيَدْعُ نَادِيَهُۥ﴾
১৭। সে তার সমর্থক দলকে ডেকে নিক
﴿سَنَدْعُ ٱلزَّبَانِيَةَ﴾
১৮। আমি ডেকে নিই আযাবের ফেরেশতাদেরকে।
﴿كَلَّا لَا تُطِعْهُ وَٱسْجُدْ وَٱقْتَرِب ﴾
১৯। কখনই নয়, তার কথা মেনে নিয়ো না, তুমি সিজদা করো এবং (তোমার রবের) নৈকট্য অর্জন করো।
— সমাপ্ত —