এই লেখার পাঠক সংখ্যাঃ 4
০৯৪. সূরা আলাম নাশরাহ
আয়াতঃ ০৮; রুকুঃ ০১; মাক্কী
পরম করুণাময় মেহেরবানী আল্লাহর নামে
﴿أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ﴾
১। হে নবী! আমি কি তোমার বক্ষদেশ তোমার জন্য উন্মুক্ত করে দেইনি?
﴿وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ﴾
২। আমি তোমার ওপর থেকে ভারী বোঝা নামিয়ে দিয়েছি,
﴿ٱلَّذِىٓ أَنقَضَ ظَهْرَكَ﴾
৩। যা তোমার কোমর ভেঙ্গে দিচ্ছিল।
﴿وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ﴾
৪। আর তোমার জন্য তোমার খ্যাতির কথা বুলন্দ করে দিয়েছি।
﴿فَإِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًا﴾
৫। প্রকৃত কথা এই যে, সংকীর্ণতার সাথে প্রশস্ততাও রয়েছে।
﴿إِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًۭا﴾
৬। আসলে সংকীর্ণতার সাথে আছে প্রশস্ততাও।
﴿فَإِذَا فَرَغْتَ فَٱنصَبْ﴾
৭। কাজেই যখনই অবসর পাও ইবাদাতের কঠোর শ্রমে লেগে যাও
﴿وَإِلَىٰ رَبِّكَ فَٱرْغَب﴾
৮। এবং নিজের রবেরই প্রতি মনোযোগ দাও।
— সমাপ্ত —