এই লেখার পাঠক সংখ্যাঃ 23
০০১. সূরা আল ফাতিহা
আয়াতঃ ২৮৬; রুকুঃ ৪০; মাদানী
পরম করুণাময় মেহেরবানী আল্লাহর নামে
﴿ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَـٰلَمِينَ﴾
২। প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি নিখিল বিশ্ব –জাহানের রব,
﴿ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ﴾
৩। যিনি পরম দয়ালু ও করুণাময়
﴿مَـٰلِكِ يَوْمِ ٱلدِّينِ﴾
৪। প্রতিদান দিবসের মালিক।
﴿إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ﴾
৫। আমরা একমাত্র তোমারই ইবাদাত করি এবং একমাত্র তোমারই কাছে সাহায্য চাই
﴿ٱهْدِنَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ﴾
৬। তুমি আমাদের সোজা পথ দেখাও,
﴿صِرَٰطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا ٱلضَّآلِّينَ﴾
৭। তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, যাদের ওপর গযব পড়েনি এবং যারা পথভ্রষ্ট হয়নি।