এই লেখার পাঠক সংখ্যাঃ 11
১০৭. সূরা আল মাউন
আয়াতঃ ০৭; রুকুঃ ০১; মাক্কী
পরম করুণাময় মেহেরবানী আল্লাহর নামে
﴿أَرَءَيْتَ ٱلَّذِى يُكَذِّبُ بِٱلدِّينِ﴾
১। তুমি কি তাকে দেখেছো। যে আখেরাতের পুরস্কার ও শাস্তিকে মিথ্যা বলছে?
﴿فَذَٰلِكَ ٱلَّذِى يَدُعُّ ٱلْيَتِيمَ﴾
২। সে-ই তো এতিমকে ধাক্কা দেয়
﴿وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ﴾
৩। এবং মিসকিনকে খাবার দিতে উদ্বুদ্ধ করে না।
﴿فَوَيْلٌۭ لِّلْمُصَلِّينَ﴾
৪। তারপর সেই নামাযীদের জন্য ধ্বংস,
﴿ٱلَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ﴾
৫। যারা নিজেদের নামাযের ব্যাপারে গাফলতি করে
﴿ٱلَّذِينَ هُمْ يُرَآءُونَ﴾
৬। যারা লোক দেখানো কাজ করে
﴿وَيَمْنَعُونَ ٱلْمَاعُونَ﴾
৭। এবং মামুলি প্রয়োজনের জিনিসপাতি (লোকদেরকে) দিতে বিরত থাকে।
— সমাপ্ত —