এই লেখার পাঠক সংখ্যাঃ 17
১০৬. সূরা কুরাইশ
আয়াতঃ ০৪; রুকুঃ ০১; মাক্কী
পরম করুণাময় মেহেরবানী আল্লাহর নামে
﴿لِإِيلَـٰفِ قُرَيْشٍ﴾
১। যেহেতু কুরাইশরা অভ্যস্ত হয়েছে,
﴿إِۦلَـٰفِهِمْ رِحْلَةَ ٱلشِّتَآءِ وَٱلصَّيْفِ﴾
২। (অর্থাৎ) শীতের ও গ্রীষ্মের সফরে অভ্যস্ত।
﴿فَلْيَعْبُدُوا۟ رَبَّ هَـٰذَا ٱلْبَيْتِ﴾
৩। কাজেই তাদের এই ঘরের রবের ইবাদাত করা উচিত,
﴿ٱلَّذِىٓ أَطْعَمَهُم مِّن جُوعٍۢ وَءَامَنَهُم مِّنْ خَوْفٍۭ﴾
৪। যিনি তাদেরকে ক্ষুধা থেকে রেহাই দিয়ে খাবার দিয়েছেন এবং ভীতি থেকে নিরাপত্তা দান করেছেন।
— সমাপ্ত —