১০২. সূরা আত তাকাসুর
আয়াতঃ ০৮; রুকুঃ ০১; মাক্কী
পরম করুণাময় মেহেরবানী আল্লাহর নামে
﴿أَلْهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ﴾
১। বেশী বেশী এবং একে অপরের থেকে বেশী দুনিয়ার স্বার্থ লাভ করার মোহ তোমাদের গাফলতির মধ্যে ফেলে দিয়েছে।
﴿حَتَّىٰ زُرْتُمُ ٱلْمَقَابِرَ﴾
২। এমনকি (এই চিন্তায় আচ্ছন্ন হয়ে) তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও।
﴿كَلَّا سَوْفَ تَعْلَمُونَ﴾
৩। কখ্খনো না, শীঘ্রই তোমরা জানতে পারবে।
﴿ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ﴾
৪। আবার (শুনে নাও) কখ্খনো না শীঘ্রই তোমরা জানতে পারবে।
﴿كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ ٱلْيَقِينِ﴾
৫। কখ্খনো না, যদি তোমরা নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে (এই আচরণের পরিণাম) জানতে (তাহলে তোমরা এ ধরনের কাজ করতে না)।
﴿لَتَرَوُنَّ ٱلْجَحِيمَ﴾
৬। তোমরা জাহান্নাম দেখবেই।
﴿ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ ٱلْيَقِينِ﴾
৭। আবার (শুনে নাও) তোমরা একেবারে স্থির নিশ্চিতভাবে তা দেখবেই।
﴿ثُمَّ لَتُسْـَٔلُنَّ يَوْمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ﴾
— সমাপ্ত —