০৯৫. সূরা আত তীন
আয়াতঃ ০৮; রুকুঃ ০১; মাক্কী
পরম করুণাময় মেহেরবানী আল্লাহর নামে
﴿وَٱلتِّينِ وَٱلزَّيْتُونِ﴾
১। তীন ও যায়তূন,
﴿وَطُورِ سِينِينَ﴾
২। সিনাই পর্বত
﴿وَهَـٰذَا ٱلْبَلَدِ ٱلْأَمِينِ﴾
৩। এবং এই নিরাপদ নগরীর (মক্কা) কসম।
﴿لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَـٰنَ فِىٓ أَحْسَنِ تَقْوِيمٍۢ﴾
৪। আমি মানুষকে পয়দা করেছি সর্বোত্তম কাঠামোয়।
﴿ثُمَّ رَدَدْنَـٰهُ أَسْفَلَ سَـٰفِلِينَ﴾
﴿إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۢ﴾
৬। তাদেরকে ছাড়া যারা ঈমান আনে ও সৎকাজ করতে থাকে। কেননা তাদের রয়েছে এমন পুরস্কার যা কোনদিন শেষ হবে না।
﴿فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِٱلدِّينِ﴾
৭। কাজেই (হে নবী!) এরপর পুরস্কার ও শাস্তির ব্যাপারে কে তোমাকে মিথ্যাবাদী বলতে পারে?
﴿أَلَيْسَ ٱللَّهُ بِأَحْكَمِ ٱلْحَـٰكِمِينَ﴾
৮। আল্লাহ কি সব শাসকের চাইতে বড় শাসক নন?
— সমাপ্ত —