০৮৭. সূরা আল আ’লা
আয়াতঃ ১৯; রুকুঃ ০১; মাক্কী
পরম করুণাময় মেহেরবানী আল্লাহর নামে
﴿سَبِّحِ ٱسْمَ رَبِّكَ ٱلْأَعْلَى﴾
১। (হে নবী!) তোমার সুমহান রবের নামের তাসবীহ পাঠ করো।
﴿ٱلَّذِى خَلَقَ فَسَوَّىٰ﴾
২। যিনি সৃষ্টি করেছেন এবং সমতা কায়েম করেছেন।
﴿وَٱلَّذِى قَدَّرَ فَهَدَىٰ﴾
৩। যিনি তাকদীর গড়েছেন তারপর পথ দেখিয়েছেন।
﴿وَٱلَّذِىٓ أَخْرَجَ ٱلْمَرْعَىٰ﴾
৪। যিনি উদ্ভিদ উৎপন্ন করেছেন।
﴿فَجَعَلَهُۥ غُثَآءً أَحْوَىٰ﴾
৫। তারপর তাদেরকে কালো আবর্জনায় পরিণত করেছেন।
﴿سَنُقْرِئُكَ فَلَا تَنسَىٰٓ﴾
৬। আমি তোমাকে পড়িয়ে দেবো, তারপর তুমি আর ভুলবে না।
﴿إِلَّا مَا شَآءَ ٱللَّهُ ۚ إِنَّهُۥ يَعْلَمُ ٱلْجَهْرَ وَمَا يَخْفَىٰ﴾
৭। তবে আল্লাহ যা চান তা ছাড়া। তিনি জানেন প্রকাশ্য এবং যা কিছু গোপন আছে তাও।
﴿وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ﴾
৮। আর আমি তোমাকে সহজ পথের সুযোগ সুবিধা দিচ্ছি।
﴿فَذَكِّرْ إِن نَّفَعَتِ ٱلذِّكْرَىٰ﴾
৯। কাজেই তুমি উপদেশ দাও, যদি উপদেশ উপকারী হয়
﴿سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ﴾
১০। যে ভয় করে সে উপদেশ গ্রহণ করে নেবে।
﴿وَيَتَجَنَّبُهَا ٱلْأَشْقَى﴾
১১। আর তার প্রতি অবহেলা করবে নিতান্ত দুর্ভাগাই,
﴿ٱلَّذِى يَصْلَى ٱلنَّارَ ٱلْكُبْرَىٰ﴾
১২। যে বৃহৎ আগুনে প্রবেশ করবে,
﴿ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ﴾
১৩। তারপর সেখানে মরবেও না, বাঁচবেও না।
﴿قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ﴾
১৪। সে সফলকাম হয়েছে, যে পবিত্রতা অবলম্বন করেছে
﴿وَذَكَرَ ٱسْمَ رَبِّهِۦ فَصَلَّىٰ﴾
১৫। এবং নিজের রবের নাম স্মরণ করেছে তারপর নামায পড়েছে।
— সমাপ্ত —