০৮৪. সূরা আল ইনশিকাক
আয়াতঃ ২৫; রুকুঃ ০১; মাক্কী
পরম করুণাময় মেহেরবানী আল্লাহর নামে
﴿إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتْ﴾
১। যখন আকাশ ফেটে যাবে
﴿وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ﴾
২। এবং নিজের রবের হুকুম পালন করবে। আর (নিজের রবের হুকুম মেনে চলা), এটিই তার জন্য সত্য।
﴿وَإِذَا ٱلْأَرْضُ مُدَّتْ﴾
৩। আর পৃথিবীকে যখন ছড়িয়ে দেয়া হবে।
﴿وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ﴾
৪। যা কিছু তার মধ্যে আছে তা বাইরে নিক্ষেপ করে সে খালি হয়ে যাবে
﴿وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ﴾
৫। এবং নিজের রবের হুকুম পালন করবে। আর (নিজের রবের হুকুম মেনে চলা), এটিই তার জন্য সত্য।
﴿يَـٰٓأَيُّهَا ٱلْإِنسَـٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًۭا فَمُلَـٰقِيهِ﴾
৬। হে মানুষ! তুমি কঠোর পরিশ্রম করতে করতে তোমার রবের দিকে এগিয়ে যাচ্ছো, পরে তাঁর সাথে সাক্ষাত করবে।
﴿فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ بِيَمِينِهِۦ﴾
৭। তারপর যার আমলনামা তার ডান হাতে দেয়া হয়েছে,
﴿فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًۭا يَسِيرًۭا﴾
৮। তার কাছ থেকে হালকা হিসেব নেয়া হবে
﴿وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهْلِهِۦ مَسْرُورًۭا﴾
৯। এবং সে হাসিমুখে নিজের লোকজনের কাছে ফিরে যাবে।
﴿وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ وَرَآءَ ظَهْرِهِۦ﴾
১০। আর যার আমলনামা তার পিছন দিক থেকে দেয়া হবে,
﴿فَسَوْفَ يَدْعُوا۟ ثُبُورًۭا﴾
১১। সে মৃত্যুকে ডাকবে
﴿وَيَصْلَىٰ سَعِيرًا﴾
১২। এবং জ্বলন্ত আগুনে গিয়ে পড়বে।
﴿إِنَّهُۥ كَانَ فِىٓ أَهْلِهِۦ مَسْرُورًا﴾
১৩। সে নিজের পরিবারের লোকদের মধ্যে ডুবে ছিল।
﴿إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ﴾
১৪। সে মনে করেছিল, তাকে কখনো ফিরতে হবে না।
﴿بَلَىٰٓ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًۭا﴾
১৫। না ফিরে সে পারতো কেমন করে? তার রব তার কার্যকলাপ দেখছিলেন।
﴿فَلَآ أُقْسِمُ بِٱلشَّفَقِ﴾
১৬। কাজেই না আমি কসম খাচ্ছি,
﴿وَٱلَّيْلِ وَمَا وَسَقَ﴾
১৭। আকাশের লাল আভার ও রাতের
﴿وَٱلْقَمَرِ إِذَا ٱتَّسَقَ﴾
১৮। এবং তাতে যা কিছুর সমাবেশ ঘটে তার, আর চাঁদের, যখন তা পূর্ণরূপ লাভ করে।
﴿لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍۢ﴾
১৯। তোমাদের অবশ্যি স্তরে স্তরে এক অবস্থা থেকে আর এক অবস্থার দিকে এগিয়ে যেতে হবে।
﴿فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ﴾
২০। তাহলে এদের কি হয়েছে, এরা ঈমান আনে না
﴿وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ ٱلْقُرْءَانُ لَا يَسْجُدُونَ ﴾
২১। এবং এদের সামনে কুরআন পড়া হলে এরা সিজদা করে না?
﴿بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُكَذِّبُونَ﴾
২২। বরং এ অস্বীকারকারীরা উল্টো মিথ্যা আরোপ করে।
﴿وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ﴾
২৩। অথচ এরা নিজেদের আমলনামায় যা কিছু জমা করছে আল্লাহ তা খুব ভালো করেই জানেন।
﴿فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ﴾
২৪। কাজেই এদের যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও।
﴿إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۭ﴾
২৫। তবে যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার।
— সমাপ্ত —