বিজ্ঞাপন নীতিমালা
তাফহীমুল কুরআন বাংলা
বিজ্ঞাপন নীতিমালা
% তাফহীমুল কুরআন বাংলা ওয়েবসাইটে প্রাপ্ত বয়স্ক মহিলার ছবি সংবলিত কোন বিজ্ঞাপন প্রকাশ করা হয় না।
% তাফহীমুল কুরআন বাংলা ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রচারের জন্য নিম্নোক্ত বিষয়গুলো লক্ষণীয়ঃ
– বিজ্ঞাপন দাতাকে নিজ দায়িত্ব বিজ্ঞাপন ডিজাউজ করে হোয়াইটসআপ বা ই-মেইলে প্রেরণ করতে হবে।
– বিজ্ঞাপন দাতা বিজ্ঞাপন ডিজাইন না করে তাফহীমুল কুরআন বাংলা কর্তৃপক্ষের মাধ্যমে ডিজাউন করাতে হলে এককালীন ৫০০ টাকা বা ৫০ কাতারী রিয়াল অতিরিক্ত হিসাবে প্রদান করতে হবে।
– তাফহীমুল কুরআন বাংলা ওয়েব সাইটের হোম পেইজের নিচে “আপনার বিজ্ঞাপন দিন” লিখা স্থানে ৩টি বিজ্ঞাপন প্রদর্শন করা হয়।
– হোম পেইজ ছাড়া অন্য যে কোন সূরার তাফসীর বা তরজমাতে যে কোন স্থানে বিজ্ঞাপন সংযুক্ত করা হয়।
– নিম্নোক্ত সূরা সমূহে বিজ্ঞাপন প্রদানের জন্য প্রতিদিন ২টাকা হারে বিজ্ঞাপন প্রদর্শণ করা যায়। যে কোন বিজ্ঞাপন কমপক্ষে ৩০দিন প্রদর্শণের জন্য চূক্তিবদ্ধ হতে হয়। সূরা সমূহ হচ্ছেঃ সূরা ফাতিহা, সূরা আল বাকারাহ, সূরা আত তাওবা, সূরা হাশর, সূরা আল জুমুয়া, সূরা আত তাগাবুন, সূরা আল মুলক, সূরা আল ইনফিতার ও সূরা আল ইখলাস।
– উপরোক্ত সূরা সমূহ ছাড়া সকল সূরাতে বিজ্ঞাপন প্রদানের জন্য প্রতিদিন ১ টাকা হারে বিজ্ঞাপন প্রদর্শন করা যায়। যে কোন বিজ্ঞাপন কমপক্ষে ৩০ দিন প্রদর্শনের জন্য চূক্তিবদ্ধ হতে হয়।
– ওয়াজ মাহফিল, ইসলামী অনুষ্ঠান ইত্যাদির বিজ্ঞাপন ১ দিনর জন্য বিনামূল্যে প্রচার করা হয়। তবে এক্ষেত্রে বিজ্ঞাপন নিজেদেরকে তৈরী করে দিতে হয়।
% আগ্রহী বিজ্ঞাপন দাতাকে +974 66755884 নম্বরে হোয়াইটসআপে ম্যাসেজ পাঠাতে হবেঃ tafheem_ad এবং পরে বিজ্ঞাপন বা বিজ্ঞাপনের বিষয় সংযুক্ত করতে হবে। কর্তৃপক্ষ সংশ্লিষ্ট নম্বরে যোগাযোগ করে বিস্তারিত আলোচনা সাপেক্ষে বিজ্ঞাপন গ্রহণ করবেন।
% যে কোন সময় কর্তৃপক্ষ যে কোন বিজ্ঞাপন চূক্তি বাতিল করার এখতিয়ার রাখেন। এক্ষেত্রে বিজ্ঞাপন দাতার অর্থ ফেরত প্রদান করা হয়।