আমাদের সম্পর্কে

 

তাফহীমুল কুরআন বাংলা ওয়েবসাইটে স্বাগতম!

তাফহীমুল কুরআন-উর্দূভাষায় রচিত মাওলানা সাইয়েদ আবুল আ’লা মওদূদীর অনবদ্য সৃষ্টি। বহু ভাষায় অনুদিত এই তাফসীর গ্রন্থটি বাংলা ভাষায় প্রথমে অনুবাদ করেন মাওলানা আব্দুর রহীম রাহি. তার অনুবাদের ভাষা অত্যন্ত উচ্চাঙ্গের হওয়াতে সাধারণের জন্য বুঝা সহজ ছিল না। বিধায় সাইয়েদ আবুল আ’লা মওদূদী রিসার্চ একাডেমী তা সহজ অনুবাদের উদ্যোগ গ্রহণ করে। ইতিমধ্যে সেই অনুবাদকে অনলাইনে উপস্থাপন করেছেন ইসলাম ডট নেট ডট বিডি। তাফহীমুল কুরআনের মূল বাংলা সংস্করণে যে সব আরবী রেফারেন্স উল্লেখ করা হয়েছে তা প্রায়ই ওখানে বাদ পড়েছে। একই সাথে কিছু কিছু জায়গায় মূল তাফসীর বাদ পড়েছে। আমার প্রিয় বাংলা বই সেই সব বাদপড়া বিষয় গুলো সহ তাফহীমুল কুরআনকে অনলাইনে, পিডিএফ, বিষয়ভিত্তিক এবং তজমায়ে কুরআন শিরোনামে উপস্থাপন করলাম। পাঠকদের দায়িত্ব হলো, যেখানেই ভূল বা অসংগতি লক্ষ করবেন, হোয়াইসআপ অপসনে তা লিখবেন-যাতে আমরা তা সম্পাদনা করে সঠিক তথ্যের সাথে অসংগতিও দূর করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের এই প্রচেষ্টাকে ইবাদত হিসাবে কবুল করুন।

 

তাফহীমুল কুরআন বাংলায় উপস্থাপনের উদ্যোগ গ্রহণে আমাদের লক্ষ্য হল সকল বয়সের বাংলাভাষীদের কুরআনের শিক্ষার সাথে সংযুক্ত হতে সাহায্য করা এবং এর গভীর জ্ঞান এবং নির্দেশনা গভীর ভাবে উপলব্দি করানো।

 

আমাদের ভিশনঃ

আমরা এমন একটি সম্প্রদায়ের কল্পনা করি যেখানে প্রতিটি বাংলা ভাষাভাষী কুরআনের সাথে জড়িত হতে পারে, শুধুমাত্র একটি ধর্মীয় পাঠ্য হিসাবে নয় বরং অনুপ্রেরণা এবং জ্ঞানের উৎস হিসাবে এই গ্রন্থকে গ্রহণ করতে পারেভাষার প্রতিবন্ধকতা ভেঙ্গে, আমরা কুরআনের অর্থ অন্বেষণ করতে এবং তাদের দৈনন্দিন জীবনে এর শিক্ষাগুলিকে প্রয়োগ করতে ব্যক্তিদের সক্ষমায়নে লক্ষ্য রাখি।

 

এই যাত্রায় আমাদের সাথে যোগ দিনঃ

আপনি আপনার বিশ্বাসকে আরও গভীর করতে চাইছেন, নির্দেশিকা খুঁজছেন বা কেবল কুরআনের শিক্ষাগুলি অন্বেষণ করছেন, তাফহীমুল কুরআন বাংলা আপনার জন্য এখানে রয়েছে। একসাথে, আসুন আবিষ্কার, প্রতিফলন এবং আধ্যাত্মিক বৃদ্ধির যাত্রা শুরু করি।

 

তাফহীমুল কুরআন বাংলা পাঠকদের নিকট নির্জঞ্ঝাট মুক্ত রাখতে আমরা এই সাইটে গুগল এডসেন্সকে যুক্ত করিনি। ফলে পাঠকরা অবাঞ্চিত বিজ্ঞাপনমুক্ত অবস্থায় এই সাইটটি ভিজিট করতে পারবেন। কিন্তু এই সাইট পরিচালনা খরচ নির্বাহের জন্য আমরা স্বহৃদয় পাঠকদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা পাঠকদের মধ্যে যারা নিজেদের পণ্যের প্রচার অত্যন্ত স্বল্প মূলে বিশ্বব্যাপী প্রচার করতে চান অথবা যে কেউ নিজেদের প্রয়োজনীয় অথচ রুচিশীল বিজ্ঞাপন প্রচার করতে চান, তাদেরকে অত্যন্ত স্বল্পমূল্যে বিজ্ঞাপন প্রচারের সুযোগ প্রদান করবো। অতএব, আগ্রহী পাঠকদের বিজ্ঞাপন সেকশনে ক্লিক করে বিজ্ঞাপন নীতিমালা অনুযায়ী নিজেদের বিজ্ঞাপন দেয়ার প্রক্রিয়া সম্পাদন করতে অনুরোধ করছি।

 

তাফহীমুল কুরআন বাংলা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা কুরআন বোঝার আপনার যাত্রায় আপনাকে সমর্থন করার জন্য উন্মুখ।