এই লেখার পাঠক সংখ্যাঃ 3
১০৩. সূরা আল আসর
আয়াতঃ ০৮; রুকুঃ ০১; মাদানী
পরম করুণাময় মেহেরবানী আল্লাহর নামে
﴿وَٱلْعَصْرِ﴾
১। সময়ের কসম।
﴿إِنَّ ٱلْإِنسَـٰنَ لَفِى خُسْرٍ﴾
২। মানুষ আসলে বড়ই ক্ষতির মধ্যে রয়েছে।
﴿إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ وَتَوَاصَوْا۟ بِٱلْحَقِّ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ﴾
৩। তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে ও সৎকাজ করতে থেকেছে এবং একজন অন্যজনকে হক কথার ও সবর করার উপদেশ দিতে থেকেছে।
— সমাপ্ত —